বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১২

ফোনের ডিসপ্লেটে “no coverage” লেখা আসলে কি করতে হবে?


ফোনের ডিসপ্লেটে “no coverage” লেখা আসতে পারে ফোন সেটটি নিয়ে যদি নেটওয়ার্ক কভারেজের বাইরে কেউ চলে যায়, এছাড়া অন্য একটি কারনে ডিসপ্লেতে এরুপ লেখা আসতে পারে। এক্ষেত্রে অবশ্যই সেট খুলা যাবে না, সফটওয়ার দিয়ে এই সমস্যার সমাধান করতে হবে।

শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১১

হ্যাকিং টিপস - পাসওয়ার্ড ছাড়াই আনলক করুন নকিয়া 1110!

নকিয়ার অন্যান্য অনেক সেটের তুলনায় 1110 মডেলের একটা বাড়তি সুবিধা হল, এটা পাসওয়ার্ড (কী-গার্ড কোড) দিয়ে লক করে রাখা যায়। তবে মজার ব্যাপার হল, পাসওয়ার্ড দেওয়া থাকলেও পাসওয়ার্ড না জেনেই এই সেট আনলক করা সম্ভব। উল্টাপাল্টা টেপাটেপি করতে গিয়ে একদিন নিজের অজান্তেই পদ্ধতিটার সন্ধান পেয়ে গিয়েছিলাম। নিচে CAEBD এর ভিজিটরদের জন্য পদ্ধতিটা দেওয়া হল। নকিয়ার অন্যান্য অনেক সেটের তুলনায় 1110 মডেলের একটা বাড়তি সুবিধা হল, এটা পাসওয়ার্ড (কী-গার্ড কোড) দিয়ে লক করে রাখা যায়। তবে মজার ব্যাপার হল, পাসওয়ার্ড দেওয়া থাকলেও পাসওয়ার্ড না জেনেই এই সেট আনলক করা সম্ভব। উল্টাপাল্টা টেপাটেপি করতে গিয়ে একদিন নিজের অজান্তেই পদ্ধতিটার সন্ধান পেয়ে গিয়েছিলাম। নিচে CAEBD এর ভিজিটরদের জন্য পদ্ধতিটা দেওয়া হল।
পাসওয়ার্ড না দিয়ে সাধারণ ভাবে কোন সেট লক করে রাখলে সেটা আনলক করার জন্য Menu + (*) বাটন প্রেস করতে হয়। কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকলে মেনু প্রেস করে পাসওয়ার্ড টাইপ করে পুনরায় মেনু প্রেস করতে হয়। এখন আপনি যদি পাসওয়ার্ড না জেনেই পাসওয়ার্ড দিয়ে লক করা 1110 সেট আনলক করতে চান, তাহলে প্রথমে Menu প্রেস করুন। এখন সিকিউরিটি কোড তথা পাসওয়ার্ড লেখার প্রম্পট আসবে। এখানে Back (Go to) চাপুন। এখন আবার Unlock (Menu) চাপুন এবং না ছেড়ে দুই সেকেন্ড পর্যন্ত একটানা চেপে ধরে রাখুন। দুই সেকেন্ড পর দেখবেন Now Press * কমান্ডটা এক ঝলক দেখা দিয়েই মিলিয়ে যাবে। কমান্ডটা দেখার সাথে সাথেই আপনাকে Unlock (*) বাটন প্রেস করতে হবে। তাহলেই দেখবেন পাসওয়ার্ড না জেনেই আপনি সেট আনলক করে ফেলেছেন!
বিঃদ্রঃ বিজ্ঞানী.org এ "ট্রায়াল ভার্সনকে পরিণত করুন ফুল ভার্সনে" শিরোণামে একটা প্রবন্ধ লেখার পর যখন সেটাকে হ্যাকিং জাতীয় লেখা হিসাবে বিবেচনা করে মুছে ফেলা হয়েছিল, তারপর থেকে এ ধরনের হ্যাকিং টাইপের লেখা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু এই মজার বুদ্ধিটা অনলাইন পাঠকদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। আশা করছি কেউ অসত্‍ উদ্দেশ্যে এই পদ্ধতিটা ব্যবহার করবেন না। বন্ধুদের সাথে হয়তো একটু মজা করতে পারবেন বা যারা আগে থেকেই এটা জেনে অসত্‍ উদ্দেশ্যে ব্যবহার করছে, তাদের কাছ থেকে সাবধান থাকতে পারবেন - এই আশাতেই লেখাটা দিলাম